Loading..

খবর-দার

১০ জানুয়ারি, ২০২০ ০৭:০৪ অপরাহ্ণ

ICT4E কুড়িগ্রাম জেলার শিক্ষক অ্যাম্বাসেডরদের আয়োজনে নাগেশ্বরীতে মুজিববর্ষের অঙ্গীকার শিক্ষায় শতভাগ আইসিটির ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“মুজিববর্ষের অঙ্গীকার, শিক্ষায় শতভাগ  আইসিটির ব্যবহার” প্রতিপাদ্যকে  সামনে রেখে মুজিববর্ষের শুরুতেই ICT4E  জেলা অ্যাম্বাসেডরদের শিক্ষায় আইসিটির ব্যবহার করণীয়, পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক শীর্ষক আলোচনা সভা ও মিলনমেলা ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকা হতে দুপুর ১ঃ০০ ঘটিকা পর্যন্ত শিক্ষায় বিশেষ ভূমিকা রাখায় এটুআই (আইসিটি ডিভিশন) কর্তৃক মনোনীত ICT4E কুড়িগ্রাম জেলার শিক্ষক অ্যাম্বাসেডরদের আয়োজনে নাগেশ্বরী ইউ আই টি আর সি ই - ব্যানবেইস ইউনিটের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলার সকল উপজেলার ICT4E জেলার শিক্ষক অ্যাম্বাসেডরদের কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলায় প্রথম সেরা কনটেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকী। স্বাগত বক্তব্য পেশ করেন কুড়িগ্রাম এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের সন্মানিত ইংরেজি শিক্ষক, অ্যাম্বাসেডর মোঃ মুকুল মিয়া, এছাড়াও শিক্ষক বাতায়ন, এমএমসি এপস, মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষায় ইনোভেশন, মুক্তপাঠ, গ্রীন স্কুল ক্লিন স্কুল, কিশোর বাতায়ন (কানেক্ট), ধারাবাহিক মূল্যায়ণ, মিড ডে মিল সম্পর্কে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন কুড়িগ্রাম হলোখানা উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক, অ্যাম্বাসেডর, সেরা কনটেন্ট নির্মাতা জনাব রুকুনুজ্জামান ব্যাপারী রুবেল, নাগেশ্বরীর সুখাতী উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক, অ্যাম্বাসেডর শাহজাহান আলী, গাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,  অ্যাম্বাসেডর খায়রুল আলম, রামখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অ্যাম্বাসেডর মোবারক আলী, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অ্যাম্বাসেডর শফিউল আলম, উলিপুর উপজেলার অ্যাম্বাসেডর কামাল আহমেদ, রাজারহাট শিংগেরডাবরীহাট উচ্চ বিদ্যালয়ের রুকুনুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী উপজেলার চর বাড়ুইটারী সিনিয়ার মাদ্রাসার প্রভাষক, অ্যাম্বাসেডর আব্দুল আলীম মুকুল প্রমুখ। তারা মুজিববর্ষ পালনে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং যার যার অবস্থান থেকে  তাদের যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন।পাশাপাশি কুড়িগ্রাম জেলাকে আরেকধাপ এগিয়ে নিতে বক্তারা উদাত্ত্ব আহবান জানান।