Loading..

উদ্ভাবনের গল্প

১৯ জানুয়ারি, ২০২০ ০৯:৫৫ অপরাহ্ণ

WSIS এ বাংলাদেশকে ভোট দিন।

WSIS এ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য মন স্থির করলাম। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বহির্বিশ্বে বাংলাদেশের সেবাসমূহ কে তুলে ধরার জন্য এবং বাংলাদেশকে জেতানোর জন্য অবশ্যই আমাদেরকে ভোট দেওয়া প্রয়োজন। চিন্তা করলাম সামান্য কিছু অ্যান্ড্রয়েড কোডিং যেহেতু আমার জানা আছে তো সে ক্ষেত্রে যদি একটা মোবাইল অ্যাপস তৈরি করা যায় তাহলে ভোট দেওয়ার প্রক্রিয়া টা অনেক সহজ হবে। সেই চিন্তাধারা থেকেসিদ্ধান্ত নিলাম যে একটা মোবাইল অ্যাপস তৈরি করব যে মোবাইল অ্যাপস দিয়ে আমরা WSIS এ বাংলাদেশকে ভোট দিতে পারব এবং অন্যজন কে শেয়ার করবো মোবাইলে অ্যাপসটি যাতে তারা সহজেই ভোট দিতে পারে। শুরু করে দিলাম WSIS ওয়েবসাইটের রেজিষ্টেশন, লগইন, এবং ভোট ফরম এই পেজ গুলোর লিংক সংগ্রহ করা এবং কোন ক্যাটাগরির কোন সেবাটিতে ভোট দিতে হবে তার তথ্য সংগ্রহ করা। এ সমস্ত তথ্য সংগ্রহ করে তারপর একটি মোবাইল অ্যাপস তৈরি করলাম এবং আমার তৈরিকৃত অ্যাপস এর মাধ্যমে আমি নিজে ভোট প্রদান করলাম। যদি কারো দরকার হয় আমার এই মোবাইল অ্যাপসটি, তাহলে মোবাইল অ্যাপসের লিঙ্ক নিচে দিয়ে দিলাম ডাউনলোড করে ইন্সটল করে নেবেন।

ডাউনলোড

আমার তৈরিকৃত অ্যাপসের কয়েকটি স্ক্রিনশর্ট।