Loading..

খবর-দার

২৩ জানুয়ারি, ২০২০ ১০:৪২ অপরাহ্ণ

নবীগঞ্জে WSIS এ ১৫০ ভোট ও ১০০ শিক্ষকদের বাতায়নে সক্রিয়করন ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্টিত।

২৩/০১/২০২০ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যাবল এন্ড কলেজে-মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ হবিগঞ্জ এর আয়োজনে ইনহাউজ ও WSIS ভোট কাস্টিং কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক চৌধুরী সেলিম,নির্বাহী অফিসার জনাব বিশ্বজিৎ কুমার পাল, বিশেষ অতিথি হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব রুহুল্লাহ, জনাব আব্দুস সামাদ, জনাব আব্দুল মালিক রাজু, লুতফুর রহমান, বদরুল আলম,মাও. আলী আক্কাস মোল্লা, প্রদীপ কুমার, প্রমুখ। সকাল ১০ টায় ভেনু প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব লুতফুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়।সকালে নাস্তা ও দুপুরে মিড ডে মিল সহ কর্মশালা শেষ হয় বিকেল ৪.৩০ ঘটিকায়।অংশগ্রহণ কারী শিক্ষকদের মধ্য ৩ জন কে পুরস্কৃত করা হয়। আজকের কর্মশালায় সক্রিয়তার জন্য ও সিলেট বিভাগে যোগ হওয়া নতুন ৩ জন এম্বাসেডর কে ফুল দিয়ে বরন করা হয় এবং ২৫ জন এম্বাসেডর এর সার্বিক সহযোগীতায় wsis এ ১৫০ ভোট কাস্টিং ও ১০০ শিক্ষকদের বাতায়নে সক্রিয় করা হয়।প্রশিক্ষণ পরিচালনা ও ভোট প্রদানে সহায়তা করেন  সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের এম্বাসেডরগন।