Loading..

উদ্ভাবনের গল্প

২৪ জানুয়ারি, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ

কম্পিউটারের সকল ড্রাইভ রিফ্রেশ করুন এক ক্লিকে।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, 


আমার শুভেচ্ছা নিবেন। আশা করছি ভালো আছেন। শিক্ষক বাতায়নে ২০২০ সালের নতুন সিদ্ধান্ত কে স্বাগত জানাই।প্রতি ১৫ দিন পর পর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করা হচ্ছে। ২০২০ সালে আপলোড করা আমার প্রথম উউদ্ভাবনের গল্পটি পড়ার জন্য সবিনয় অনুরোধ রইলো...... 


গল্পের শিরোনাম- কম্পিউটারের সকল ড্রাইভ রিফ্রেশ করুন এক ক্লিকে.... 


কম্পিউটার এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে।বিশেষ করে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়েছে। কম্পিউটার কেনার পর ধীরে ধীরে তা ব্যবহার করে আমরা অভিজ্ঞতা অর্জন করি। প্রথম দিকে আমাদের কম্পিউটার ব্যবহার খুব সর্তকতার সাথে হয়। এবং অনেক বেশি যত্নশীল থাকি আর আস্তে আস্তে আমরা বেখেয়ালি হয়ে যাই। কম্পিউটারের যত্ন তেমন করি না। ব্যবহারের শুরুর দিকে কম্পিউটারের যে প্রোগ্রাম গুলোর ব্যবহার শিখি তার মধ্যে অন্যতম হলো "রিফ্রেশ" করা।কম্পিউটার ওপেন করার পর পর আমরা সাবাই রিফ্রেশএর কাজ টা করি সবার আগে। কিন্তু আমরা বেশির ভাগ ব্যবহারকারী জানি না এই রিফ্রেশের কাজ কি?  বা রিফ্রেশ করি কোন ড্রাইভ। সাধারণত আমরা কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে যে রিফ্রেশ করি তা শুধু কম্পিউটারের সি ড্রাইভ কে রিফ্রেশ করে। কিন্তু অন্য ড্রাইভগুলো রিফ্রেশ হয় তাই কম্পিউটার কাজ করার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। আমার আপলোড করা এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে মাত্র এক ক্লিক করে কম্পিউটারের সবগুলো ড্রাইভ রিফ্রেশ করা যায়। এতে করে আপনার সময় বাঁচতে পারবেন  ও কম্পিউটার ভালো কাজ করবে........ গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, 


ভালো লাগলে লাইক, কমেন্ট ও রেটিং দিলে কৃতজ্ঞ থাকবো।