Loading..

খবর-দার

২৬ জানুয়ারি, ২০২০ ১১:১১ পূর্বাহ্ণ

“শিশুবরণ ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা উৎসব-২০২০

"এসেছে শত পুষ্পের দল

করছি তাদের বরন।

হাতে হাতে শোভা পাবে

তাদের দেওয়া মন ।

বিশাল এই পৃথিবীতে

সৃষ্টি হয়েছে সব,

সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।

প্রতিদিনেই নবীন বাড়বে,

প্রবীন হবে সবাই।

আদর্শকে পুজি করে

থাকব মোরা ভাই-ভাই।

রোগে শোকে কাতর হলে,

সবাই আসবে দলে-দলে

করবে সবই জয়।

আমরা তোমাদের পাশে থাকব,

নেইকো যে আর ভয় ।

অদ্য ১৬/০১/২০২০  খ্রীঃ ২৭ নং কাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  “শিশুবরণ ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা উৎসব” পালন করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ নূরোল ইসলাম বিশ্বাসের  সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবুল কাসেম মিনা  ( সদস্য জেলা পরিষদ মাগুরা)  এছাড়া জনাব  মোঃ অানোয়ার হোসেন ঝন্টু (চেয়ারম্যান  ৪নং শতখালী ইউনিয়ন পরিষদ শালিখা, মাগুরা) জনাব মোঃ রাশেদ উদ্দীন ( ইন্সষ্ট্রাক্টর ইউ,আর, সি শালিখা, মাগুরা)  জনাব মোঃ ফারহানুল হক স্যার ( এ ইউ ই ও শালিখা, মাগুরা) এবং ক্যাচমেন্ট এলাকার সম্মানিত অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।