Loading..

প্রেজেন্টেশন

২৮ জানুয়ারি, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ

********ব্যাডমিন্টন খেলার নিয়মকানুন*******

ব্যাডমিন্টন খেলার উৎপত্তি নিয়ে বহুমত থাকলেও অধিকাংশ মানুষের ধারণা এ খেলার জন্ম হয়েছে ভারতের পুনেতে।সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে পুনেতে অবস্থিত ইংরেজ সৈন্যরা স্থানীয় লোকজনদেরকে সার্টল কর্ক ও ছোট ব্যাট দিয়ে খেলতে দেখে কৌতুহলবোধ করেন।তারা ছুটিতে ইংল্যান্ডে গিয়ে খেলাটি প্রচলন করেন।স্থানীয় লোকজনের কাছ থেকে ঐ খেলা শিখে ভারতে কর্মরত ইংরেজ সৈন্যরা ছুটিতে বাড়ি গিয়ে ব্যাডমিন্টন নামক জায়গায় একত্র হয়ে খেলাটি শুরু করেন।সে থেকে সে জায়গার নাম অনুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ হয়।পরবর্তীকালে দেশে দেশে এ খেলার প্রচলনের ফলে সকল বয়সের ও শ্রেণির নারী-পুরুষ ব্যাডমিন্টন খেলায় জড়িয়ে পড়ে।