Loading..

খবর-দার

২৯ জানুয়ারি, ২০২০ ০৮:১০ পূর্বাহ্ণ

তাহের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অংশ গ্রহন করে মিড-ডে মিল এর শুভ উদ্বোধন

মো: রফিকুল ইসলাম : তাহের মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল বা মধ্যাহ্ন ভোজ এর শুভ উদ্বোধন করেন  সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোহেল মারুফ,ভেড়ামারা, কুষ্টিয়া । শিক্ষার্থীদের সাথে মিডডে মিলে অংশ গ্রহন করলেন অতিথিবৃন্দ, আজ মনে হল অতিথি মহোদয় ছোট ছোট শিশুদের সাথে মিশে একাকার হয়ে গিয়াছেন । শিশুদের মনে আনন্দ আর খুশির বন্যা ।  এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মো: আখতারুজ্জামান মিঠু, উপজেলা চেয়ারম্যান, ভেড়ামারা, কুষ্টিয়া, জনাব ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি আলহাজ্ব মো: আব্দুল মান্নান মন্ডল,প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, মো: জামারুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী । মিড ডে মিল অংশ গ্রহন করেন তাহের মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিমবাহিরচর ১২মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী । শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়। এছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ট শ্রেণীর ভর্তি শিক্ষাথীদের বরণ ও বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহনদের পুরস্কার প্রদান করা হয়।  শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম ঝরে পড়া রোধে এবং সর্বোপরী তাদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য শিক্ষা অধিদপ্তর প্রত্যোকটি স্কুলে এই মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে চারশত  শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সোহেল মারুফ  বলেন প্রত্যেক স্কুলে মিড-ডে মিল চালু থাকলে শিখন-শেখানো কার্যক্রম অধিকতর ফলপ্রসূ হয় এবং ঝরেপড়া রোধসহ শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পায় উদ্যোগ গ্রহণ করায় প্রধান শিক্ষককে  তিনি ধন্যবাদ জানান

উপজেলা চেয়ারম্যান বলেন, কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ নীতি থাকা প্রয়োজন ২০২৩ সালের মধ্যে সারাদেশের সব প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে-মিল কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে সম্প্রতি মন্ত্রিসভায়জাতীয় স্কুল মিল নীতি-২০১৯’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে পাইলট ভিত্তিতে যে মিড-ডে-মিল চালু রয়েছে, তা কীভাবে সমন্বিতভাবে সারাদেশে ছড়ানো যায় সেজন্য নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তশালীরা সম্পৃক্ত হলে, মিড-ডে-মিল কার্যক্রম আরও বেগবান হবেপরিশেষে প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল কে ধন্যবাদ প্রদান করেন ।