Loading..

খবর-দার

৩০ জানুয়ারি, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

"ঝরাপাতা স্কুল"

ঝরাপাতা স্কুল!

শিক্ষকতা পেশায় স্বপ্ন ছিলো ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা।ওদের সমস্যা চিহ্নিত করে যথাযথ সমাধানের চেষ্টা করা। এবার সেই কাজেই মনোনিবেশ করবো।শুরু করেই দিলাম আমার কার্যক্রম। কতটুকু সফল হবো জানি, না তবে থেমে থাকবো না।শুরু করলাম নিজ গ্রাম দিয়ে।

আমাদের প্রাথমিক কাজঃ

√ ঝরে পড়াদের সনাক্ত করণ,

√অভিভাবকের সাথে মতবিনিময় করে ওদের স্কুলে ভর্তি করা,

√খাতা,কলম,স্কুল ব্যাগ,স্কুল ড্রেস, হটপটসহ যাবতীয় খরচ বহন,

√পঠন দক্ষতা উন্নয়নে প্যারা শিক্ষক নিয়োগ

√আলাদা স্কুলে ওদের পড়া লেখার সুযোগ করে দেওয়া

সম্ভব না হলে ফরমাল স্কুলে ভর্তি করা।

আমার এই উদ্যোগে কারো পরামর্শ থাকলে মন্তব্য করতে পারেন।আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।