Loading..

প্রকাশনা

১২ ফেব্রুয়ারি , ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ

খেওয়ারচর সঃ প্রাঃ বিদ্যাঃ, বকশীগঞ্জ, জামালপুর।

খেওয়ারচর স: প্রা: বিদ্যা: বকশিগঞ্জ, জামালপুর
মো: জাহিদুল ইসলাম পলাশ
::::::::::::::::::::::::::::::::::::::;:::;:;:::::::::::::::::::::::::::::::::::
জামালপুর জেলার বকশীগঞ্জে মোদের বিদ্যালয়
১৯৪০ সালে খেওয়ারচর গ্রামে প্রতিষ্ঠিত হয়।

তাইতো বিদ্যালয়ের নামটি রাখা হয়
খেওয়ারচর স: প্রা: বিদ্যালয়।

বিদ্যালয়ে শিক্ষা নিয়ে বেরিয়ে গেল কত গুণিজন
তাদের তরে জানাই শ্রদ্ধা নিবেদন।

দেশের সেবাই নিয়োজিত অনেক শিক্ষার্থী ভাই
তাদের নিয়ে গর্ব করি আমরা সবাই।

বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এখন ৮ জন
তারা সবাই শিক্ষার্থীদের খুবই আপনজন।

এই বিদ্যালয়ে শিক্ষায় আমার প্রথম হাতে খড়ি
এই বিদ্যালয়ে এখন আমি শিক্ষকতা করি।

জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
বজলুর রশীদ স্যার।
বিদ্যালয়কে সর্বোচ্চ শিখড়ে তুলতে বড় অবদান তার।

এস.এম.সি আর অভিভাবক তারা ভাবেন তাদের
নিজের বিদ্যালয়
বিদ্যালয়কে নিয়ে তারা গর্ব করে কয়।

প্রাথমিক শিক্ষা ডিজিটাল করতে সরকার দিল
আইসিটি পন্য আর ল্যাপটপ
তাইতো প্রতিদিন আইসিটিতে চালানো হয়
শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের সকল শিক্ষক এক এক বিষয়ে সেরা
শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিচ্ছেন তাদের
অভিজ্ঞতার ডেরা।

বিদ্যালয়ের চারপাশে দালান কোটায় ঘেরা
সবাই বলে বিদ্যালয়টি উপজেলায় সেরা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি