Loading..

উদ্ভাবনের গল্প

১৪ ফেব্রুয়ারি , ২০২০ ০১:৫২ পূর্বাহ্ণ

শুদ্ধ বানান ও পড়ার গতি বৃদ্ধিতে একজন ছাত্রের নেতৃত্বে সকল শিক্ষার্থীদের অনুশীলন

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ,ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ডপ্রাপ্ত মাদ্রাসা, ঐতিহ্যবাহী আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাটি হাওর অঞ্চলে প্রত্যন্ত এলাকায় অবস্থিত। তৃতীয় শ্রেণির বিজ্ঞান ক্লাসে সকল শিক্ষার্থী যাতে শুদ্ধভাবে পাঠ অনুশীলন করতে পারে সেই জন্য প্রথমে একজন ছাত্রকে নেতা বানিয়ে পাঠ অনুশীলন করাই এবং সকল শিক্ষার্থী তার সাথে সাথে অনুশীলন করে।এতে করে তাদের জড়তা কেটেছে এবং ভালোভাবে অনুশীলন করে শিখন টেকসই হয়েছে। তার পর একজন ছাত্রীকে নেত্রী বানিয়ে দিয়ে অনুশীলন করিয়েছি এবং তার সাথে সবাই পড়ার দক্ষতা অর্জন করেছে। ভালো লাগলে আপনি আপনার শিক্ষার্থীদের এমন পদ্ধতি ফলো করে শুদ্ধ বানান ও পড়ার গতি বৃদ্ধি করতে পারেন।