Loading..

খবর-দার

১৫ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ

মান সম্মত প্রাথমিক শিক্ষা "

অদ্য ১৩-০২-২০২০ খ্রি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে  মাগুরা জেলার  শালিখা উপজেলার শতখালী ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জনাব ফারহানুল হক স্যার (এ ইউ ই ও) শালিখা, মাগুরা। আলোচ্য বিষয় সমূহঃ 

১। ক্ষুদ্র মেরামতের কাজের রেজুলেশন। 

২। রুটিন মেইনটেন্স (অর্থ)  এর পরিকল্পনা প্রনয়ন।

৩। স্লিপ (অর্থ) পরিকল্পনা প্রনয়ন। 

৪। স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ। 

৫। ক্লাস রুটিন, ক্যাচমেন্ট এলাকার ম্যাপ, সকল প্রকার তথ্যের রেজিষ্টার হালফিল।

 ৬। প্রতি মাসের ১ তারিখের মধ্যে ওয়ানডে ওয়ান ওয়ার্ড লার্নিং (বাংলা/ ইংরেজি)  তথ্য জানানো এবং রেজিষ্টার খাতা সংরক্ষণ। 

৭।  শ্রেণি অনুযায়ী সবল/ দুর্বল শিক্ষার্থীদের তথ্য প্রেরণ এবং রেজিষ্টার সংরক্ষণ। 

৮।অনিয়মিত শিক্ষার্থীর  হোমভিজিট প্রতিবেদন তথ্য পেরণ / সংরক্ষণ। 

৯। বিদ্যালয়ের উঠানে ফুলের বাগান তৈরি । 

১০। মিডডে মিল নিশ্চিতকরণ। 

১১।  বিদ্যালয়ের ইউনিফর্ম শতভাগ নিশ্চিতকরণ। ১২।  বিদ্যালয়ে নিয়োমিত মা সমাবেশ।

 ১৩। বিবিধ