Loading..

খবর-দার

১৭ ফেব্রুয়ারি , ২০২০ ০৩:২৯ অপরাহ্ণ

সিলেট সরকারি এমসি কলেজে বইমেলা শুরু

সিলেট সরকারি এমসি কলেজে বইমেলা শুরু

শহিদুল ইসলাম, জেলা শিক্ষক এম্বাসেডর সিলেট:

সিলেট সরকারি এম সি কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ২০২০।  মেলা চলবে ১৬,১৭ ও ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বিকাল ৪ ঘটিকায় এমসি কলেজের পুরাতন বাংলা বিভাগের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমসি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ ও উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায় ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বইমেলা কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও এমসি কলেজে এই মেলার আয়োজন করেন এমসি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। বইমেলার পাশাপাশি তিনদিনব্যাপী চলে  উন্মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। কেউ কবিতা পড়ে, কেউ  ছড়া পড়ে,  বিভিন্ন মননশীল ও আলোচনার মধ্য দিয়ে এ মেলা চলবে তিনদিন।  আপনি ও আপনার সন্তান নিয়ে মেলা ঘুরে আসতে পারেন এবং তাদেরকে বিভিন্ন বই কিনে দিতে পারেন।  বিকালে আসলে এমসি কলেজের সেই ঐতিহ্যবাহী পুকুর, বঙ্গবন্ধুর ম্যুরাল, মিনি চা বাগান, কলা ভবন, কলেজ অডিটোরিয়াম, কলেজ গ্রন্থাগার, কলেজের নবনির্মিত  চমৎকার দুটি গেইট,  ঐতিহ্যবাহী শহীদ মিনার আপনার সন্তানকে দেখাতে  পারবেন।  আত্মার খোরাক এর জন্য  আমি আমার ফ্যামিলি ও সন্তানদেরকে নিয়ে ঘুরে এসেছি,  আপনিও আপনার সন্তানও বন্ধু-বান্ধবদের নিয়ে এখনই  ঘুরে আসুন।