Loading..

মুজিব শতবর্ষ

২০ ফেব্রুয়ারি , ২০২০ ০৭:৩৫ পূর্বাহ্ণ

হবি গঞ্জ জেলা প্রশাসন কর্তৃক , মুজিব শতবর্ষ পালনের পরামর্শ সভা

১৯/০২/২০ খ্রিঃ মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ হবিগঞ্জ , সভাপতি জনাব মোঃ লোকমান খান স্যারের নেতৃত্বে - মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃকামরুল হাসান স্যারের সাথে মুজিব শত বর্ষ বাস্তবায়নে অত্যন্ত সফল একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হল,। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। a2i সংশ্লিষ্ট বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেয়া হয়। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আইসিটি বিষয়ে অতি আন্তরিক। আশা করি স্যারের নেতৃত্বে হবিগঞ্জ এগিয়ে যাবে। আজ জেলা এ্যাম্বাসেডর হিসাবে আমাকে এটু আই থেকে বরাদ্ধকৃত পাওয়ার ব্যংক মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল হাসান মহোদয় প্রদান করেন।স্বাধীনতা দিবসের আগে বেশ কিছু কার্যক্রম সফল করার জন্য কর্মসূচী গ্রহন করা হয়। যথা সময়ে খবর আপলোড করা হবে। ইতোমধ্যে আগামী কাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং  প্রাথমিক সকল জেলা অ্যাস্বাসেডর ২০/০২/২০২০ সকাল ৯টায় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এটু আই সংশ্লিষ্ট কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জরুরী আলোচনা সভা আহবান করেন।

অ্যাম্বাসেডর হিসাবে আমার প্রথম সভা স্মরণীয় হয়ে থাকবে । কারণ জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে পাওয়ার ব্যাংক পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় ।

ভাগ্য সত্যিই বড় আজব কারিগড় ।

ধন্যবাদ a2i সংশ্লিষ্ট সবাইকে ।

ধন্যবাদ মাল্টিমিডিয়া টিচার্স গ্রুফ , হবি গঞ্জ ।

এম. মেরাজুল ইসলাম

সহকারী শিক্ষক 

বিরাট সারদা সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়

আজমিরী গঞ্জ , হবি গঞ্জ ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি