Loading..

মুজিব শতবর্ষ

২০ ফেব্রুয়ারি , ২০২০ ০৩:৫৬ অপরাহ্ণ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের কাটতি মুনির হোসেন।

বিকাল তখন তিনটা পেরিয়ে, দ্বার খোলার সঙ্গে সঙ্গে অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশ করেন মাঝবয়সী এক ব্যক্তি। নাম রহমত আলী। কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। উদ্দেশ্য- হাতে থাকা তালিকা অনুযায়ী নতুন কিছু বই সংগ্রহ করা। সোহরাওয়ার্দী উদ্যান অংশের সম্মুখ গেইট দিয়ে প্রবেশ করেই সরাসরি চলে যান সামনে থাকা বাংলা একাডেমির প্যাভেলিয়নে। কিনে নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’। এরপর অন্য সংগ্রহে বের হন। কথা হয় রহমত আলীর সঙ্গে।এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে-  জাকারিয়া পলাশের লেখা ‘বঙ্গবন্ধু ও শের-এ কাশ্মীর’ বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। ড. সাজেদুল আউয়ালের ‘শেখ মুজিবুর রহমান : নির্বাচিত উক্তি’ প্রকাশ করেছ পাঠক সমাবেশ। ড. সাইদ হায়দারের লেখা ‘উপমহাদেশে বিভাজনের রাজনীতি বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। আব্দুল গাফ্‌ফার চৌধুরীর ‘গান্ধীর দর্শন এবং শেখ মুজিবের রাজনীতি’, ‘বঙ্গবন্ধু : মধ্যরাতের সূর্যতাপস’, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনা’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী। ‘সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ১ম ও ২য় খণ্ড প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স। এছাড়াও রয়েছে- হারুন-অর-রশিদ ‘৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ’ (অন্যপ্রকাশ), মুস্তফা মনওয়ার সুজন ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ’ (উৎস), আনিসুল হক ‘বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা’ (পার্ল), রাহাত মিনহাজ ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কি চেয়েছিল ভুট্টোর পাকিস্তান’ (শ্রাবণ), গাজী হানিফ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: এক শতাব্দীর বাঁকে’ (শব্দরূপ), ইফতেখার আহমেদ ও প্রকৃতি শ্যামলিমা ‘এ স্টার্টারস গাইড: মুজিব’ (চর্চা), মুনতাসীর মামুন ‘বঙ্গবন্ধুর জীবন’ (অনন্যা), মঞ্জুরুল আলম ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির জন্ম ইতিহাস’ (বাঙালি), খায়রল আলম মনির ‘মহান নেতা বঙ্গবন্ধু’ (চিলড্রেন্স), জুলফিকার নিউটন ‘বঙ্গবন্ধু জাতির পিতা ও স্থপতি’ (আহমদ পাবলিশিং), মুহাম্মদ সোহেল চৌধুরী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার মহাকাব্য’ (ছায়াবীথি), খায়রুল আলম মনির ‘ছোটদের হৃদয়ে বঙ্গবন্ধু’ (ঝিঙেফুল) প্রভৃতি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি