Loading..

খবর-দার

২৩ ফেব্রুয়ারি , ২০২০ ০৬:৩৯ অপরাহ্ণ

আমাদের একটি পদক্ষেপে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হবে

একটা অনুরোধ.......
আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খান,
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না।পারলে তার মধ্যে থেকে কিছু বিচি ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখন ও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছ ও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার। ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। 

  • মো: নুর কুতুবুল আলম
  • সহকারি কম্পিউটার শিক্ষক
  • শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  • জীবননগর, চুয়াডাঙ্গা
  • মোবাইল: ০১৭১৬১০৪২০২