Loading..

খবর-দার

০৪ মার্চ, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ

দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা ২০২০ এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়।।

দুর্নীতি দমন কমিশন আয়োজিত ও কাপ্তাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ - বিষয়কে সামনে রেখে আজ বুধবার উপজেলা মিলনায়তনে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা ২০২০ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার সকল স্কুল-মাদরাসাকে পিছনে ফেলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে যাওয়ার টিকেট নিশ্চিত করে ঐতিহ্যবাহি কাপ্তাই উচ্চ বিদ্যালয়।
১ম রাউন্ডে কেপিএম স্কুল, ২য় রাউন্ডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয় ও সেমিফাইনাল পর্যায়ে চিৎমরম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে যায় তাহিরা জাহানের নেতৃত্বাধীন এ দলটি।
চূড়ান্ত পর্বে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়কে ২৩৯ নম্বর পেয়ে পরাজিত করে জেলা পর্যায়ে যাওয়ার টিকেট নিশ্চিত করে।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন দলনেতা তাহিরা জাহান (১০ম শ্রেণি), ফাইরুজ ইয়াসমিন ফাহিমা (১০ম শ্রেণি) ও শহিদুল্লাহ কায়সার (১০ম শ্রেণি)।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাদির আহমদের সভাপতিত্বে উক্ত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব আশ্রাফ আহমেদ রাসেল। বিচারক প্যানেলে ছিলেন উপজেলার বিভিন্ন দফতেরর কর্মকর্তাবৃন্দ।