Loading..

ভিডিও ক্লাস

০৫ মার্চ, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ

পলাশির যুদ্ধ - ব্রিটিশ শাসন - পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়- দ্বিতীয় অধ্যায় - কামরুল হাসান আহমেদ- সহঃ শিক্ষক- শালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় - আদমদীঘি- বগুড়া

পলাশির আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ও হত্যার মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।

সেনাপতি মীর জাফর আলী খান , ব্যবসায়ী জগতশেঠ , রায়দূর্লভ , উমিচাঁদ, নবাবের আত্মীয় ঘষেটি বেগম, শওকত জং সহ আরও অনেক প্রভাবশালীরা নবাবকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধির পথ পরিষ্কার করে। সেনা, ব্যবসায়ী, আমাত্য মিলে দেশের স্বাধীনতার পোস্টমর্টেম করে।

 মীর জাফর , ঘষেটি বেগমরা মরেনি যুগে যুগে বাংলার স্বাধীনতায় কালিমা লেপন করেমাত্র।

১৯৭৫ সালে বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে ২৫০ বছর পরেও যে মীর জাফররা সক্রিয় তা স্পষ্টভাবেই প্রতীয়মান হয়।