Loading..

খবর-দার

০৯ মার্চ, ২০২০ ০৯:৫৬ অপরাহ্ণ

নওগাঁ জেলা শিক্ষা অফিসে ICT4E জেলা শিক্ষা অ্যাম্বাসেডরদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

নওগাঁ জেলা শিক্ষা অফিসে শিক্ষা অফিসার জনাব মোহাঃ মোবারুল ইসলাম স্যারের আয়োজনে  ICT4E জেলা শিক্ষা অ্যাম্বাসেডরদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ০৯.০৩.২০২০ খ্রি. সোমবার বৈকাল ৩.০০ টায়। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নওগাঁ ও জয়পুরহাট জেলার সমন্বয়ে শিক্ষক সম্মেলন। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোহাঃ মোবারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা গবেষক স্যার, সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, ICT4E অ্যম্বাসেডর নওগাঁ জেলা সভাপতি আবু হুরাইরা বাদশা, সম্পাদক হান্নান মন্ডল, মোঃ শামসুজ্জোহা, মোঃ আহাদ আলী,  মোকলেসা রুহানা সহ সকল অ্যাম্বাসেডর স্যার। উক্ত সভায় সভাপতি স্যার সম্মেলন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভার ভেন্যু নির্বাচন করা হয় নওগাঁ আধুনিক জেলা অডিটোরিয়ামে এবং তারিখ a2i কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। নওগাঁ ও জয়পুরহাট জেলার সমন্বয়ে শিক্ষক সম্মেলন সম্পর্কে ব্যাপক কর্মসূচির কথা আলোচিত হয়।সম্মেলন ছাড়াও মুজিব শতবার্ষিকী পালন এবং সম্প্রতি উদ্ভুত সমস্যা করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর বিষয়টিও উঠে আসে।