Loading..

মুজিব শতবর্ষ

১০ মার্চ, ২০২০ ০১:০৩ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোহনীয় গুণ

                                     জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোহনীয় গুণ:

      বাঙালির হৃদয়ের মণিকোঠায় একান্ত আপনজন, বিশ্ববরেণ্য জননন্দিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের নেতা, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ত্যাগের মহিমা ও দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ, গৌরবে গৌরবান্বিত, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহানুভবতা, ঔদার্য, সাধারণ মানুষের প্রতি আন্তরিক দরদ, সৎ সাহস, মানুষের বিপদে-আপদে অকুণ্ঠচিত্তে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, সমাজের যে কোনো স্তর ও পর্যায়ের মানুষের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশা প্রভৃতি গুণে গুণান্বিত। তিনি ছিলেন মহৎ ও ক্ষমাশীল হৃদয়ের অধিকারী। একজন বিশাল হৃদয়ের মানবতাবাদী নেতা হিসেবে বঙ্গবন্ধু বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ যিনি নিজের জন্য কখনো ভাবতেন না। নেতৃত্বের গুণাবলী, আদর্শ, অতিথিপরায়ণতা, মহানুভবতা সব দিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অতুলনীয়। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না এবং নীতির প্রশ্নে আপোষ করতেন না কখনো। কথাবার্তা, চলনে-বলনে, পোশাক-আসাকে তিনি ছিলেন একজন স্বার্থক বাঙালি। বঙ্গবন্ধুর চারিত্রিক আভা ছড়িয়ে পড়ুক বিশ্বের সকল শিশুর মধ্যে। আগামী দিনের নাগরিকরা গড়ে উঠুক মানবপ্রেমী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে  মুজিবর্ষে এমনই প্রত্যাশা। “সফল হোক, সার্থক হোক মুজিববর্ষ”।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি