Loading..

ভিডিও ক্লাস

১১ মার্চ, ২০২০ ০৯:১১ অপরাহ্ণ

দেশাত্ববোধক গানের সাথে নাচ। ফাবিহা লুবানা - শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আদমদীঘি, বগুড়া।

টুংগি পাড়ায় জন্ম নিয়েছিলেন খোকাবাবু ১৯২০ সালের ১৭ই মার্চ। ইতিহাস নেতাকে সৃষ্টি করেনা,নেতারা ইতিহাস সৃষ্টি করে। তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায় খোকা বাবুর জীবন দেখে। উচ্চতর ডিগ্রি তাকে লোভাতুর করতে পারে নি। বাংলার মানুষের দৈন্যদশা খোকাবাবু থেকে বঙ্গবন্ধু সৃষ্টির জন্য দায়ী। এই বঙ্গবন্ধু ২৫০বছরের পরাধীন বাংগালী জাতির মুক্তির সনদ এনে দেন।বাংলাদেশ নামক স্বাধীন দেশের স্থপতি তিনি।  যৌবনের ১৩টি বছর কাটিয়েছেন পাকিস্তানিদের কারাগারে। দমে যায়নি কখনও। ১৯৭১ সালের ৭ই মার্চ জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দেন। এই ভাষণ বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে আগেই।


ব্রিটিশ ঔপনিবেশিক শাসন 

বাংলার নবাব ,বিশ্বাসঘাতক সেনাপতি, ইংরেজ বাহিনীর শোষণ ,দেশিয় বণিকদের ও নবাবের আত্মীয়দের ষড়যন্ত্র, পলাশির যুদ্ধ, নবাবের শাহাদত ও বাঙ্গালী জাতির ২০০ বছরের পরাধীনতার ঘটনাগুলো বড়ই মর্মস্পর্শী। 

১৭৫৭ সালে বাংলার স্বাধীন নবাব সিরাজ - উদ-দৌলা যেভাবে শহীদ হয়েছিল বাংগালীদের জন্য। ১৯৭৫ সালে ১৫ ই আগস্টের ভয়াবহ কালো রাতে সপরিবারে শহীদ হয়েছিল বঙ্গবন্ধু। 

বাঙালি শয়তানগুলো ইতিহাসের মহান চরিত্রগুলোকে হত্যার মাধ্যমে দেশকে অভিভাবক শূণ্য করতে চেয়েছে কিন্তু সফল হতে পারেনি।।