Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ মার্চ, ২০২০ ০১:০৮ অপরাহ্ণ

দুনিয়ার ইয়া নফসী..

ওহে মাহফুজ এর মালিক, কাবার মালিক,মসজিদুল হারামের মালিক আমার কলিজা ফেটে যায়।আর নিজেকে আটকে রাখতে পারি না,মাফি চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ি।আমাদের মাফ না করে তুমি মাওলা রহমতের দরজা বন্ধ করে দিও না।
ও আমার রব,কত বড় বড় দেশ তুমি স্তব্ধ করে দিয়েছো।যারা পরমাণু বোমা,হাইড্রোজেন বোমা,জীবাণু বোমা বানিয়ে পর্যন্ত এক সাথে এত লোক মারতে পারেনি, কোন দেশের শাসক এক সাথে এত গুলো দেশকে অবরুদ্ধ করতে পারেনি।
মাওলা গো তোমার অসীম শক্তিতে সারা বিশ্ব আজ কারাবরণ করেছে।বাঁচার জন্য লড়াই করছে।তবুও দীর্ঘ হচ্ছে লাশের পর লাশের সারি।
ওহ মাওলা বড় বড় দেশে কত ব্যাবস্থা কত চিকিৎসা কত চেষ্টা চলছে জীবন বাঁচাতে, আর আমাদের গরীব দেশে দু মুঠো ভাত জোগাতে পারি না,মাথা গোঁজার ঠাঁই নেই।আমরা অসহায় রা কোথায় যাবো?তোমার এমন আযাবের সামনে আমরা পিপড়াদের মত মরবো।আমরা অন্ধের মত তোমার উপর ভরসা করে আছি আল্লাহ। আমাদের জন্য তোমার রহমতের ফেরেশতা নাজিল করে দাও। আমিন..
মাওলাগো এ কেমন আযাব তোমার? মা সন্তান কে দেখতে পারেনা,সন্তান বাবা-মা কে দেখতে পারে না।কেউ কারো কোন কাজে আসছে না।সবাই নিজে বাঁচতে মরিয়া হয়ে ছুটছে।ডাক্তার কাঁদে,সেবিকা কাঁদে,পাড়া প্রতিবেশী কাঁদে,দেশ বাসী ...

এটাই কি দুনিয়ার ইয়া নফসী....
তাহলে পরকালে ইয়া নফসী কেমন হবে মাবুদ...
আমাদেরকে রক্ষা কর মাবুদ.......


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি