Loading..

প্রেজেন্টেশন

০৩ এপ্রিল, ২০২০ ০১:৫৩ পূর্বাহ্ণ

রাসায়নিক বন্ধন

এই কনটেন্টে রাসায়নিক বন্ধন অধ্যায়ের যোজনী ইলেক্ট্রন, যোজনী , পরিবর্তনশীল যোজনী , ধাতু ও অধাতু নির্ণয়, ক্যাটায়ন , আনায়ন এবং আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে ।

** সম্মানিত কনটেন্ট ব্যবহারকারী / শিক্ষকবৃন্দ এই কনটেন্ট পাঠদানের পূর্বে স্লাইড নোটের নির্দেরশনাগুলো পড়ে নিলে ভালো হয় ।

এই পাঠ শেষে -

১. শিক্ষার্থীরা যোজনী ইলেক্ট্রন নির্ণয় করতে পারবে;

২. শিক্ষার্থীরা যোজনী  নির্ণয় করতে পারবে;

৩. শিক্ষার্থীরা ধাতু ও অধাতু নির্ণয় করতে পারবে;

৪. শিক্ষার্থীরা আয়নিক বন্ধন ব্যাখা করতে পারবে;