Loading..

ভিডিও ক্লাস

০৩ এপ্রিল, ২০২০ ০৩:৪২ পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপডেট মাল্টিমিডিয়া ক্লাস আমার ঘরে আমার স্কুল - তারবিহীন মাধ্যম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপডেট মাল্টিমিডিয়া ক্লাস আমার ঘরে আমার স্কুল - তারবিহীন মাধ্যম

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ- শ্রেণি ==== শিখনফল--- ১) তারবিহীন মাধ্যম কী বলতে পারবে। ২) বিভিন্ন ধারণের তারবিহীন মাধ্যমের পার্থক্য লিখতে পারবে। ৩) স্যাটেলাইট মাইক্রোওয়েবের সূবিধা ব্যাখ্যা করতে পারবে। ===== তারবিহীন মাধ্যম তড়িৎ চুম্বকীয় শক্তিতে রুপান্তরিত করে তথ্য বা ডাটাকে অ্যান্টেনার মাধ্যমে বিকিরিত করে দুরে প্রেরণ করার ব্যবস্থাকে তারবিহীন মাধ্যম বলে। বিকিরণের দিকের উপর ভিত্তি করে অ্যান্টিনাকে ২ ভাগে ভাগ করা যায় ১. দিকযুক্ত অ্যান্টিনা ২. সর্বদিকযুক্ত অ্যান্টিনা ৩ কিলোহার্জ হতে ৩০০ কিলোহার্জ ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলে।রেডিও ওয়েভ এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ারকে ডাটা প্রেরণ করা হয় ইলেকট্রোগ্যানেটিক স্পেকট্রম ব্যবহার করে যাকে রেডিও ফ্রিকোয়েন্সি (RF) বলে ।যা 1 মি.মি. থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ।১ GHz থেকে ৪০ GHz ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বক তরঙ্গের নাম মাইক্রোওয়েভ। ক) টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভঃএটা একমূখী ও ছোট আকারের কেন্দ্র অভিমূখে সিগনাল পাঠানো যায়। মাঝখানে কোন বাধা না থাকলে ট্রান্সমিশন সিগনাল ১-৫০ মাইল পর্যন্ত যেতে পারে। ২৪ ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের উপর এবার ঘুরে এবং স্যাটেলাইট ও পৃথিবীকে কেন্দ্র করে এবার ঘরে আসে তাই মনে হয় স্যাটেলাইট আমাদের মাথার উপর স্থির আছে। Online HSC ICT Class capter 02 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপডেট মাল্টিমিডিয়া ক্লাস 11-12 শ্রেণি আমার ঘরে আমার স্কুল ============== ফকির মিন্টু আলী প্রভাষক গণিত ICT4E জেলা অ্যাম্বাসেডর, বাগেরহাট। a2i, PMO প্রতিষ্ঠানঃ শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা গিলাতলা, রামপাল, বাগেরহাট। মোবাইল নং ০১৭২৪ ৪৩৪৮৮৮ ই-মেইলঃ [email protected]