Loading..

প্রকাশনা

০৩ এপ্রিল, ২০২০ ১২:২৮ অপরাহ্ণ

মিনতী- মোঃ মামুনুর রশীদ- প্রধান শিক্ষক- বিরামপুর রেল কলোনী সপ্রাবি- বিরামপুর, দিনাজপুর।

মিনতী

মোঃ মামুনুর রশীদ

প্রধান শিক্ষক

বিরামপুর রেল কলোনী সপ্রাবি

বিরামপুর, দিনাজপুর।



হে রহিম রহমান

ক্ষমা করো যত করেছি পাপ,

তোমার সৃজিত পৃথিবী

আজ স্তব্ধ, মৃত প্রায়।

তোমার আশরাফুল মাখলুকাত

ব্যথা, বেদনা আর স্বজন হারিয়ে

কাঁদছে ঝরো ঝর।

ক্ষমা করো ক্ষমা করো

হে রহিম রহমান।

বড় অবুঝ , বুঝতে পারিনি

তোমার ক্ষমতার কাছে তুচ্ছ মোদের জ্ঞান, গরিমা।

ক্ষমা করো,  ক্ষমা করো

হে রহি্ম, রহমান।

তোমার ভূ-স্বর্গে , পাপের মোহচ্ছন্নে আর ক্ষমতার দাপটে

ভুলিয়ে গেছি তোমার সৃষ্টির গোপন কারুকার্য।

ক্ষমা করো,  ক্ষমা করো

হে রহি্ম, রহমান।

ভ্যূলোক, ঊর্দ্ধগগণ আর চন্দ্রালোকের জয়ের নেশা ছাড়িয়ে

হাত বাড়িয়েছি সিমানার ওপারে

ক্ষমা করো,  ক্ষমা করো

হে রহি্ম, রহমান।

তোমার প্রেরিত মহামানবের বাণি আর দেখানো পথ হারিয়ে

শয়তানের কু-সংস্পর্শে পাপের রাজ্যে নিজেকে দিয়েছি শপিয়ে,

ক্ষমা করো,  ক্ষমা করো

হে রহি্ম, রহমান।

তোমার পবিত্র বাণি যেন হয় শেষ সম্বল

আবার জেগে উঠুক নবিন ভোরের উদিত কিরণ ,

ধুয়ে মুছে যাক সব জঞ্জাল, সমুদ্রের গহ্বরে

ক্ষমা করো,  ক্ষমা করো

হে রহি্ম, রহমান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি