Loading..

খবর-দার

০৫ এপ্রিল, ২০২০ ০৪:২১ অপরাহ্ণ

আসছে শব-ই-বরাতঃ গোনাহ মাফের রজনী

মূলত ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বারাত’ অর্থ সৌভাগ্য। এ দুটি শব্দ নিয়ে ‘শবে বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী।

আসছে শব-ই-বরাত। মহিমান্বিত ভাগ্য রজনী। গোনাহ মাফের সুবর্ণ সুযোগ।
রাতটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায়  মহান আল্লাহর দরবারে অকাতরে ক্ষমাপ্রার্থনা করেন।