Loading..

প্রকাশনা

০৬ এপ্রিল, ২০২০ ০৭:৪৪ অপরাহ্ণ

থমকে যাওয়া পৃথিবী

থমকে যাওয়া পৃথিবী

আজ এক অজানা ঝড়ে থেমে গেছে সব কর্মচঞ্চলতা।

ইস হাতে সময় নেই, পরে কথা হবে-

সদা সর্বদা সেকি ব্যস্ততা।

স্বামীর সময় নেই স্ত্রীর জন্য,

সন্তানের নেই কোন সময় বাবা মায়ের সাথে দেখা করার।

শুধু কাজ আর কাজ, উপরে আরো উপরে

যেতে হবে অনেক দূরে-

ও মাঝি নাও চালাও তাড়াতাড়ি।

তখন অলক্ষ্যে একজন শুধুই হেসেছেন,

যতই পাখনা মেল পাখি

একদিন খুলব সবার আঁখি।

আর আজ অখন্ড অবসর

কোয়ালিটি টাইম পাসের,

এই সময়টুকু তখন কী দেয়া যেত না।

কী লাভ ! কী লাভ !

আজ নেই টাকার কোন মূল্য,

প্রার্থনায় নিমগ্ন সবাই-

থমকে যাওয়া পৃথিবীতে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি