Loading..

খবর-দার

১০ এপ্রিল, ২০২০ ০৭:৪১ পূর্বাহ্ণ

সূরা ইয়া-সীন ৭৮-৮৩

(পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।)
সে এখন আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে হাড়গুলো যখন পচে গলে গেছে তখন কে তাকে জীবিত করবে? (হে নবী!) তাকে বলুন, যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনিই তাকে জীবিত করবেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন। তিনি সেই সত্তা, যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করে দিয়েছেন এবং তোমরা তা দিয়ে চুলা জ্বালিয়ে থাকো। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি এসবের মত জিনিস সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়? তিনি তো মহাজ্ঞানী স্রষ্টা। তিনি তো যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তার কাজ শুধু এইটুকু যে তিনি তাকে হুকুম দেন, "হয়ে যাও"। আর অমনি তা হয়ে যায়। সুতরাং পাক- পবিত্র তিনি যাঁর হাতে প্রতিটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তাঁরই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। (সূরা ইয়া-সীন ৭৮-৮৩)