Loading..

খবর-দার

১০ এপ্রিল, ২০২০ ১১:১৯ পূর্বাহ্ণ

বিরল প্রজাতির গাছ নাগলিঙ্গম ।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় যা ( কালিবাড়ি) স্কুল নামেও লোকমুখে বেশি শুনা যায় প্রতিষ্ঠানটির সামনে নাগলিঙ্গম নামে একটি বিরল প্রজাতি বৃক্ষ রয়েছে, যাহা সমগ্র বাংলাদেশে ৫০টির কম আছেনাগলিঙ্গম বা হাতির জোলাপ এক প্রকার বৃক্ষ এবং এর ফুল এই গাছের ইংরেজি নাম 'cannonball tree' এবং বৈজ্ঞানিক নাম Couroupita guianensis, যা Lecythidaceae পরিবারভুক্ত এর আদি নিবাস মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চল নাগলিঙ্গম ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে গুচ্ছ পাতাগুলো খুব লম্বা, সাধারণভাবে -৩১ সেন্টিমিটার, কিন্তু ৫৭ সেন্টিমিটার পর্যন্ত লম্বায় পৌঁছতে পারে উল্লেখ্য, নাগেশ্বর, নাগকেশর নাগলিঙ্গম তিনটি ভিন্ন প্রজাতি এই গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে এগুলো হাতির খুবই প্রিয় খাবার এজন্য এর অন্য নাম হাতির জোলাপ গাছ গাছের ফল অনেক ভেষজ ঔষধী গুনে ভরপুর তাই নাগলিঙ্গল গাছটি সংরক্ষন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি

গাছটির স্বকীয়তার কারণে সহজেই একে ভিন্ন আঙ্গিকে চেনা সম্ভব নাগলিঙ্গমের সরল কা- উন্নত এবং শীর্ষ প্রসারিত বহুশাখায় নিবিড় পত্র  দীর্ঘ প্রশস্ত, বাকল ধূসর অমসৃণ প্রায় সারা বছর পাতা ঝরলেও পুরোপুরি পত্রহীন হয় না কখনও পুরো গ্রীষ্মকাল ফুল ফোটার সময়, বর্ষা শরতে কম ফুটলেও সারা বছরই ফুল থাকে ফুলদ- দীর্ঘ, একটায় অসংখ্য কলি নাগ ফণার মতো উদ্যত, বাঁকানো ঠিক যেন সাপের ফণা

বর্ণে গন্ধে অপরূপ উজ্জ্বলতায় পুষ্পরাজ্যে অতুলনীয় নাগলিঙ্গম ফুল ফল সাদাটে মাংসল, বহুজীবী, সহজে চারা হয়, তবে বৃদ্ধি মন্থর দক্ষিণ আমেরিকায় নাগলিঙ্গমের কাঠ ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হলেও আমাদের দেশে কাঠ ব্যবহার হতে দেখা যায় না

আমাদের দেশের উদ্যানগুলোতে বৃক্ষের সরব উপস্থিতি বিশেষ সৌন্দর্যের মাত্রা যোগ করবে গাজীপুর জেলার প্রাণকেন্দ্র ভাওয়াল রাজবাড়িতে বিরল প্রজাতির গাছটি কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও একে সর্বসাধারণ্যে পরিচয় করিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেই