Loading..

ম্যাগাজিন

১০ এপ্রিল, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ

আমার ডিঙ্গি- কবিতা

আমার ডিঙ্গি
--
আমার ডিঙ্গি নৌকো
বাধা থাকে আমার ঘাটে,
সারি সারি নয়,কেবলই একটি।
ডিঙ্গির ভেতর আমার বসবাস,
আমি ডিঙ্গির ভেতর আমাকে
পুরে রাখি,আর দৃষ্টি থাকে খোলা।
ওপাশে জলের নুপুর বাজে,
অলস দুপুরে গাঢ় ছায়া পড়ে,
ডিঙ্গি চলে হেলেদুলে।
আমি টলমলে জলে
ঢেউ গুণতে থাকি,
একের পর এক।
সব ঢেউ একই রকম নয়,
তার উপর সূর্যের বিচিত্র রঙ খেলা করে,
আমি আপনমনে আকাশ দেখে যাই।
কত ছবি আঁকি,কত কথা বলে যাই,
মনে মনে আমি স্বপ্নের দেশে যাই,
ওখানে খেলা করে আমার স্মৃতিরা।
আমি কবিতার খাতা খুলি,
আমি তোমায় খুঁজি,কবিতার খাতায়
তোমার ফেলে যাওয়া চিহ্ন খুঁজে বেড়াই।
শকুন উড়ে বেড়ায় চারপাশে,
গন্ধ ভাসে বাতাসে, মরা পঁচা যা জীবন্তই ছিল,
এখন কেবলই জড়।
অনুভূতি নেই ওতে,তবু কত শঙ্কা,
আমি পালাতে চাই,ডিঙ্গি আমায় বেধে রাখে,
নিঃশব্দ রাতে ভীত আমি তারা গুনে যাই।
চারপাশে আগুন জ্বলে,
জলেই জ্বলে অজস্র অগ্নিশিখা,
তাপিত আমি খুঁজি আশ্রয়।
তারপর নিজের ভেতর ডুব দেওয়া,
নিজেকে নিজেই খুঁজে পাওয়া,
তোমার স্মৃতির জানালায় চোখ রাখা।
যখন তুমি নেই,আমার চক্ষু কাঁদে না,
মনের যে কী হয়!
একরাশ কান্না আটকে থাকে,আমার মন কাঁদে।
আমার ডিঙ্গি এবার ভাটায় চলে,
ক্ষয়ে যায় ডিঙ্গির অবয়ব,
আমি আনমনে খুঁজি নতুন কোনও ডিঙ্গি।
আবার নতুন করে সাজাতে পৃথিবী,
এত আয়োজন কী করে আবার করি!
সময় ফুরায়,কেবলই হুতাশের দাবানল।
১০/০৪/২০২০

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি