Loading..

ডকুমেন্ট

০৯ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

এয়ার ফ্রেশনার থেকে সাবধান!
img
Md.Imran Rahman

সহকারী শিক্ষক

ঢাকা: নগরজীবনের ক্লান্তিকে ঝেড়ে ফেলার আশায় এবং একটুখানি সুগন্ধী পেতে গাড়ি, অফিস কিংবা বাড়িতে প্রতিনিয়তই এয়ার ফ্রেশনার ব্যবহার করেন অনেকে। কিন্তু উল্টো ব্যবহারকারীর ভাবনার চেয়েও বেশি ক্ষতি করছে এসব এয়ার ফ্রেশনার।

মালয়েশিয়ার পণ্যের মান নির্ণায়ক সংস্থা অ্যাসোসিয়েশন অব স্ট্যান্ডার্ডস ইউজার্স (এমএএসইউ) সম্প্রতি ছয়টি কোম্পানির এয়ার ফ্রেশনারের ওপর পরীক্ষা চালিয়ে এই উদ্বেগজনক তথ্য দিয়েছে। অবশ্য, পরীক্ষা করা এয়ার ফ্রেশনারগুলো কোন কোম্পানির ছিল এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সোমবার দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য স্টারডকটকম এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার বিভিন্ন মার্কেটে বিক্রয় হওয়া ছয়টি নামীদামী কোম্পানির এয়ার ফ্রেশনার পরীক্ষা করে দেখা যায় এগুলোতে চারটি মারাত্মক ক্ষতিকর উপাদান রয়েছে। এগুলো হলো, টোলিন (হালকা রং করার ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের তরল পদার্থ), বেনজিন (নানা ধরনের রাসায়নিক দ্রব্য প্রস্তুত করার কাজে ব্যবহৃত পেট্রোলিয়াম ও আলকাতরাজাত বর্ণহীন গন্ধযুক্ত তরল পদার্থ), ফরমালডিহাইড (বর্ণহীন তীব্র গন্ধযুক্ত ক্ষতিকর গ্যাস) ও প্যাথালেটস (প্লাস্টিসাইজারের কাজে ব্যবহৃত কৃত্রিম ধূপ, এটা সরাসরি রক্ত সঞ্চালনকারী হরমোনগুলোতে ক্ষতিকর প্রভাব ফেলে)।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি