Loading..

ম্যাগাজিন

২০ এপ্রিল, ২০২০ ০৯:৪৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি করোনাভাইরাস ঝুঁকিতে।

অপ্রতুল সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকা দেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসা রোগীদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন।

বাংলাদেশে নতুন করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত মারা গেছেন একজন চিকিৎসক। আক্রান্ত হয়েছেন শতাধিক এবং সংখ্যাটি দিন দিন বাড়ছে।

এ অবস্থায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এই মহামারী মোকাবেলা করা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন–বিএমএর হিসাবে রোববার পর্যন্ত ১০৪ জন চিকিৎসক এবং নার্সসহ ১২০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা কাদের সংস্পর্শে এসেছিলেন-এমন প্রশ্নে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

“আমরা ট্রেসিং করছি। তথ্য নিচ্ছি, একেকটা কেইস আসলে একেক রকম। কারও বোঝা যাচ্ছে, কারও বোঝা যাচ্ছে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঢাকা থেকে যাওয়া লোকদের মাধ্যমেই তারা সংক্রমিত হয়েছেন।”

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি