Loading..

খবর-দার

২৩ এপ্রিল, ২০২০ ১২:০১ পূর্বাহ্ণ

সিলেটের দ সুরমা স্কাউটস এর হ্যান্ড সেনিটাইজার বিতরণ ও এডাল্টস স্কাউটস টিম গঠন

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে স্বাস্থ্য সচেতনতায় হ্যান্ড সেনিটাইজার বিতরণ ও সরকারী কাজে সহায়তার জন্য এডাল্টস লিডারদের সমন্বয়ে স্কাউটস টিম গঠন উপলক্ষে আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্টিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটস সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়ের সভাপতিত্ত্বে ও উপজেলা স্কাউটস লিডার মোঃ আক্তার হোসেনের পরিচালনায় সভায় ববক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, সিলেট জেলা স্কাউটস সম্পাদক মোঃ মকব্বির আলী, দক্ষিণ কমিশনার মোঃ শহিদুর রব, কোষাধক্ষ্য গোলাম মোস্তফা কামাল, সহ-সভাপতি উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও সিলেট জেলা শিক্ষক সমিতির সাধারণ আব্দুল মালিক রাজু। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, রওনক আহমদ, সহকারী কমিশনার সাইফুল ইসলাম রানা, উপজেলা স্কাউটস ভারপ্রাপ্ত সম্পাদক মিলন কুমার সিং, গ্রুপ কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষক জুবায়ের আহমদ, মোঃ শুয়াবুর রহমান প্রমুখ ।

সভায় উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা প্রেসক্লাব, দক্ষিণ সুরমা থানা, মোগলাবাজার থানা, ১০টি ইউনিয়ন পরিষদ ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্কাউটসের মাধ্যমে প্রাপ্ত হ্যান্ড সেনিটাইজার প্রদান করেন ।

সভায় সরকারী কাজে সহায়তার জন্য স্কাউটস এডাল্টস লিডারদের সমন্বয়ে ২০ সদস্যের এক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ বেলাল আহমদ, গোলাম মোস্তফা কামাল, মোহাম্মদ আব্দুস ছালাম, সাইফুল ইসলাম রানা, আব্দুল মালিক রাজু, মো: আবু ইউসুফ, রওনক আহমদ, নজরুল ইসলাম, মিলন কুমার সিংহ, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন, আল মেহদি তালুকদার, অনিন্দিতা দত্ত, মুক্তি সেন সামন্ত, শাহ ফারুক, এলিজা বেগম, লোকমান মিয়া, ইমাদ হোসেন, মোহাম্মদ আলী, গোলাম মোহাইমিন।