Loading..

প্রকাশনা

২৭ এপ্রিল, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ

স্ব-রচিত কবিতা 'স্রষ্টার কাছে'

স্রষ্টার কাছে

মুহাম্মদ খালিদুর রহমান মানিক

পাখির কণ্ঠের মিষ্টি গান

তুমি কি বুঝ?

বৃক্ষরাজির মনের ভাষা

তুমি কি বুঝ?

শিশুর মিষ্টি হাসির মানে

তুমি কি বুঝ?

বাচ্ছার জন্য পশুর প্রেমের

তুমু কী বুঝ!

ভিন্ন দেশের লোকের ভাষাই

তুমি তো বুঝ না।

সুখের দিনে দুঃখের কথা

তুমি তো খোঁজ না।

অনাহারীর দুঃখগাঁথা

তুমি তো বুঝ না।

ক্লিষ্ট দেহের যন্ত্রণা

তুমি তো খোঁজ না।

তুমি পার করতে তৈরি

অস্ত্র এমন ভয়ংকর-

এক নিমিষেই ধ্বংস করতে

বিশ্বটাকে কার্যকর।

তুমি আবার নাস্তানাবুদ

ছোট্ট একটি দুর্যোগে

চল ফিরি স্রষ্টার কাছে

মানুষ হই এ সুযোগে।






























আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি