Loading..

উদ্ভাবনের গল্প

৩০ এপ্রিল, ২০২০ ০৪:৩৩ অপরাহ্ণ

কীভাবে মাস্ক তৈরি করবেন? # সহজে ফেস মাস্ক তৈরির উপায়# How to make a face mask?

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রমণে, সারা বিশ্ব আজ প্রকম্পিত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশও আজ দিশেহারা। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হাত থেকে বাঁচতে সবচেয়ে প্রয়োজনীয় উপায় হচ্ছে মাস্ক পরা ও ২০ সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোঁয়া। সারা বিশ্ব আজ লকডাউনে। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা আজ গৃহবন্দি। সবার জন্য মাস্ক পরা খুব জরুরী। তাই শিক্ষার্থীদের যদি এই সহজ উপায়ে মাস্ক তৈরি করা শেখানো যায়, তাহলে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। তারা নিজের মাস্ক নিজে তৈরি করতে পারবে এবং তাদের পরিবারের সবাইকে তৈরি করে দিতে পারবে। প্রয়োজনে তাদের প্রতিবেশীকেও মাস্ক তৈরি করে দিতে পারবে। এতে তার পরিবারের টাকা সাশ্রয় হবে। এমনকি শিক্ষার্থী যদি তার পরিবারের বড়দেরকে সহজে মাস্ক তৈরি করা শেখায়,তাহলে তার পরিবারের টাকা উপার্জনের একটি পথও হতে পারে। আমরা শিক্ষকরা বিদ্যালয় হতে মাস্ক তৈরি করা শেখালে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করলে-করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণ করা সহজ হবে। আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য( করোনা) ঝুঁকি কমে যাবে।