Loading..

ম্যাগাজিন

৩০ এপ্রিল, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

অনেক নাটকীয়তার পর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাস সংক্রমণ নির্ণয়ের কিটের কার্যকারীতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ ব্যাপারে ওষুধ প্রশাসন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যে কোনো একটিতে পরীক্ষা করার কথা বলা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিএসএমএমইউর উপাচার্য এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : শেয়ারবাজারে লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওষুধ প্রশাসন আমাদের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। আমার এতে একটা ধাপ এগিয়েছি। হয়তো আগামী শনি-রবিবার কিট সরবরাহ করা হবে। এই ট্রায়ালের সময় আমরা থাকবো না। তারা ইনডিপেনডেন্টলি করবেন।’

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি