Loading..

ভিডিও ক্লাস

০২ মে, ২০২০ ০১:৩৪ পূর্বাহ্ণ

Sub: ICT | Class: XI & XII | Chapter-02 | Topic- Mobile Communication

Sub: ICT | Class: XI & XII | Chapter-2

মোবাইল কমিউনিকেশন ( Mobile Communication)

Mobile  অর্থ গতিময়। একাধিক চলনশীল ডিভাইস বা একটি চলনশীল ও অন্যটি স্থির  ডিভাইসের মধ্যে রেডিও লিংক ব্যবহার করে তথ্য আদান করার জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলে । মোবাইল কমিউনিকেশনের জন্য  মোবাইল সার্ভিস প্রোভাইডাররা তার আওতাধীন এলাকাকে  ছোট ছোট ষড়ভুজাকৃতি সেলে বিভক্ত করে। প্রতিটি সেলে অ্যান্টেনাসহ একটি বেস স্টেশন থাকে। একাধিকবেস স্টেশনকে নিয়ন্ত্রণ করা হয় MTSO (Mobile Telephone Switching Offics) দ্বারা। মোবাইল ফোনগুলোর কল সংযোগ-বিচ্ছিন্ন, তথ্য আদান-প্রদান, রেকর্ডিং, বিলিং সিস্টেম সবকিছু নিয়ন্ত্রিত হয় MTSO থেকে। বর্তমানে  মোবাইল ফোনের প্রযুক্তি হলো  GSM ও CDMA।  আমরা  যে মোবাইল ফোন ব্যবহার করি তা সৃষ্টি লগ্নে (১৯৭৩ সালে) এরূপ ছিল না। মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও প্রযুক্তির উন্নয়নের ফলে খুব দ্রুত 1G  থেকে 2G, 3G, 4G, 5G  তে রূপ লাভ করছে। এই ভিডিও থেকে শিক্ষার্থীরা মোবাইল  ফোনের কার্যকারিতা ও বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন সম্পর্কে পূর্নাঙ্গা ধারনা লাভ করবে।