Loading..

প্রকাশনা

০২ মে, ২০২০ ১১:৫৫ পূর্বাহ্ণ

কবিতাঃ- "স্বার্থের প্রেয়সি" কবি মোঃ মহিন উদ্দিন, স/শি, লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ।

কবিতাঃ"স্বার্থের প্রেয়সী "

     লেখকঃ মোঃ মহিন উদ্দিন

       তারিখঃ ০৬/০৪/২০২০

-------------------------------

স্বার্থের দুনিয়াতে

     কেউ কারো চায়না,

       কেটে পরে তখনি

           মিটে যখন বায়না ।

   নিঃশ্বাসে ভাবি তারে

 রাতদিন ভর,

         খুঁজি ফিরি বার বার

          সে ভাবে পর ।

                                                                         মনটাকে বুঝায়

      তবুও সে বুঝেনা ,

         প্রেয়সীর মৃদু হাসি

                আর কিছু খুঁজে না ।

                                                                         ছিল বেশ মমতা

       আজ নেই ক্ষমতা ,

       তাই বুঝি আজ

              হারিয়েছি সমতা ।

কথা ছিল দুজনার

        দেখা হবে প্রতিবার ,

           আজ সে মুখ ফিরে

                   হলো জানি কবে কার।

আজ তবে বুঝেছি

      অবলোক সেজেছি ,

            নেই তাতে কোন বাক

            তাঁহাতে মজেছি ।

আছে তার সবি পাওয়া

কেন ভালবেসেছি ?

 ভুল ছিল আমারি

      বুকেতে টেনেছি

                                                                       ভাবেনি'কো সে

 হবে এতো স্বার্থপর

স্বার্থের নেশায়

       আমি আজি পর

---------------------------------------

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি