Loading..

প্রকাশনা

০২ মে, ২০২০ ০২:৪০ অপরাহ্ণ

কবিতাঃ-"করোনার শেষ কোথায় ?" কবি মহিন উদ্দিন ,সহ/শি , লালারগাঁও সঃ প্রাঃ বিঃ ,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।
কবিতাঃ "করোনার শেষ কোথায়"
লেখকঃ মোঃ মহিন উদ্দিন
তারিখঃ ১৮/০৪/২০২০
----------------------------------------------
লাশের গন্ধ আসছে ভেসে
আতর,গোলাপ বিহীন
দাফন কাফন জুটেনা যে
নেইতো কোন কফিন।
গন্ধ সেটাও মন্দ বটে
চায় না কেহ আর,
ভীতির তব নেই যে সীমা
ছোট-বড় সবার ।
আপন মানুষ যাচ্ছে ছেড়ে
কেউ থাকে না পাশে,
বাঁচলে যেমন মরলে তেমন
তাইতো নাহি আসে।
বিশ্বটা আজ তোপের মুখে
হয়তো কারো ভুলে,
তোমার কৃপা চাচ্ছে সবে
দুখানা হাত তুলে ।
স্বজন হারা মানুষ গুলো
কাঁদবে কতোদিন,
লাশের বুঝা হচ্ছে ভারী
হচ্ছে প্রতিদিন।
এ যাতনার শেষটা কোথায়
তুমিই জানো বেশ,
সৃষ্টির সেরা রক্ষা করো
নেই যে তোমার শেষ।
তুমি আছো জনম জনম
সৃষ্টি তোমার মাঝে,
করোনাটি শেষটা কোথায়?
দেখাও তোমার কাজে।
মহিন - ১৮/০৪/২০২০

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি