Loading..

প্রকাশনা

০২ মে, ২০২০ ০৫:৪৮ অপরাহ্ণ

কবিতাঃ- "হাতধোয়া" কবি মোঃ মহিন উদ্দিন স/শি, লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।

কবিতাঃ হাত ধোয়া

মোঃ মহিন উদ্দিন

তারিখঃ ২৩/৯৩/২০২০

----------------------------------------------

সুস্থ সবল থাকতে হলে

পুষ্টি খাবার চাই,

হাত ধোয়া যে চাইযে সবার

তার বিকল্প নাই।

বাড়ি কিংবা পাঠশালাতে

চলছে হাত ধোয়া

আজকে দেখো সারাবিশ্বে

গাইছে বাঁচার গাওয়া।

রাস্তা আর দোকানপাটেও

ধুইছে সুধীজন,

ছেলে বুড়ো ধুইছে সবাই

তারায় গুণীজন।

এ ব্যাপারে আমরা সবাই

আছি সচেতন,

বাকি যারা আছেন এবার

নিবেন নিজের যতন।

বিশ্বব্যাপী করোনায়

আজকে সবাই নির্বাক,

বাঁচার জন্য আহাজারি

দেখলে হবে অবাক।

কেউ বলছে এসব করে

বাঁচবো কেমন করে,

ধর্ম জ্ঞানে অন্ধ তারা

বুঝতে নাহি পারে।

সকল ধর্মে আছে ও ভাই

পরিছন্নের কথা,

সবাই আমরা হই সচেতন

নইলে পাবো ব্যাথা।

হাতধোয়া যে মহৌষধ

নিপাত কত রোগ,

তাইতো আজি বিশ্ব স্লোগান

ঠেকাও রোগ প্রতিরোধ।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি