Loading..

প্রকাশনা

০২ মে, ২০২০ ০৮:১২ অপরাহ্ণ

কবিতা: মসজিদ

কবিতা: মসজিদ 

মোঃ রফিকুল হাসান

??????

যখন আমরা বদ্ধ থাকি

বিপদে পড়ে খোদাকে ডাকি

যখন আমরা কষ্টে মরি

নিয়মিত নামাজ সবাই পড়ি।


যখন সমাজে অভিশাপ নামে

অনেকে ছুটে মসজিদ পানে

শত নয়নে ঝর্ণা ঝড়ে

কত পাষাণের হৃদয় নড়ে।


পুরনো রিয়াল নতুন করে

কোরআন শরীফ হৃদয়ে ধরে

দূরে শয়তান পুড়ে মরে

যদি কেউ নামাজ পড়ে।


অযু করে দু'হাত তুলে

ক্ষমা চাই চোখের জলে

নিজ দোষের কথা বলি

অন্যের দোষ ঢেকে ফেলি।


শুনি, প্রতি ঘরে মসজিদ বুনি

বলি, প্রতি অন্তরে মসজিদ মানি।

এসো এই রমজানে শপথ করি

সমাজে গীবত করা বন্ধ করি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি