Loading..

ভিডিও ক্লাস

০৬ মে, ২০২০ ১২:১৫ পূর্বাহ্ণ

সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ

সেইদিন এই মাঠ

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি-

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন-

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চ'লে যাব ব'লে

চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি- ভিজে গন্ধ- মৃদু কলরব;

খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল;-

এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হ'য়ে আছে।

বিষয় – বাংলা (কবিতা)

বিশেষ পাঠ -

সেইদিন এই মাঠ

১. শিখন ফল-

ক. কবি-পরিচিতি বলতে পারবে।

খ. পাঠের মূলবক্তব্য লিখতে পারবে।

গ. সভ্যতার ক্ষয়িষ্ণুতা ও বিনির্মানের বিপরিতে প্রকৃতির চিরায়ত রুপ বর্ণনা করতে পারবে।

২. কবি-পরিচিতি-

কবির নাম- জীবনানন্দ দাশ

জন্ম - ১৮৯৯ সালে বরিশাল শহরে

পিতা ও মাতা- পিতাঃ সত্যানন্দ দাশ মাতাঃ কুসুমকুমারী দাশ – স্বভাবকবি

পরিচিতি - আধুনিক চেতনার কবি হিসেবে

তাঁর রচিত গ্রন্থ- ঝরা পালক, ধুসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রুপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি।

মৃত্যু - ১৯৫৪ ১৪ই অক্টোবর কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হয়ে ২২শে অক্টোবর মৃত্যুবণ করেন।

৩. পাঠ-বিশ্লেষণ –

৪. পাঠ-পরিচিতি- সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মান। মরনশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতাফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মীপেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলে নদীনালাতে অর্থাৎ কোথাও থাকেনা সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর মহমানতা সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, সভ্যতারও ধ্বংস আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। ৫. কর্ম-অনুশীলন ৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে- বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি- চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম-বট-কাঁঠালের-হিজলের-অশ্বত্থের করে আছে চুপ। ক. খেয়াচৌকোগুলো এসে কোথায় লেগেছে? খ. ‘চারিদিকে শান্তবাতি-ভিজে গন্ধ-মৃদু কলরব’-ব্যাখ্যা করো। গ. উদ্দীপক আর ‘সেই দিন এই মাঠ’ কবিতার মধ্যে বৈসাদৃশ্যপূর্ণ-উক্তিটি নিরূপণ করো। ঘ. উদ্দীপকটি ‘সেই দিন এই মাঠ’ কবিতার সমগ্র দিক প্রকাশ না করে শুধু প্রকৃতির সৌন্দর্যই প্রকাশ করে বিশ্লেষণ কর।

মোঃ সিরাজুল আমিন চৌধুরী সহকারী শিক্ষক (বাংলা)