Loading..

প্রকাশনা

০৬ মে, ২০২০ ০৬:১৬ অপরাহ্ণ

কবিতাঃ "মানুষ বড় অসহায়" কবি মোঃ মহিন উদ্দিন স/শি,লালারগাঁও সঃ প্রাঃ বিঃ ,বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ।

কবিতাঃ-"মানুষ বড় নিরুপায়"

কলমেঃ মোঃ মহিন উদ্দিন

তারিখঃ ০৫-০৫-২০২০

-----------------------------------------

ভবের খেলা খেলছে প্রভু

আমরা হলাম স্রোতা,

কেউ বা হাসে কেউ বা কাঁদে

কেউ বা নিরবতা।

বিধির বিধান কেউ বা মানে

কেউ বা অবহেলায়,

মুল্যটা যে গুনবে সবায়

ভবের সে খেলায়।

তিলে তিলে গড়ছে মানুষ

এক নিমিষেই শেষ,

অবলীলায় খেলছে বসে

নেই যে খেলার শেষ।

আশার বুকেয় নিরাশ মানুষ

নাহি কিছুই করার,

কেন তবে ছিলো তোমার ?

সৃষ্টি ভব গড়ার।

নানান রকম দুর্যোগে আজ

বিশ্ববাসী নিচ্ছে শ্বাস,

শ্বাসে শ্বাসে জপে আছি

পাচ্ছে না যে বাঁচার আশ।

তোমার খেলায় সৃষ্টির সেরা

আজকে নিরুপায়,

সঠিক পথের দিক পেলে

পেতো সবে বাঁচার উপায় ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি