Loading..

প্রকাশনা

০৯ মে, ২০২০ ০৯:২৩ অপরাহ্ণ

কবিতাঃ ***জয় মানবতা***

 জয় মানবতা

--মো. জাকিরুল ইসলাম

জয় মানবতা
একটি প্রাণের আকুতিতে
কত প্রাণে ব্যাকুলতা !
হুকুম ঘরে থাকবার
মন পড়ে রয় গঞ্জে-পাড়ায়-
দে ছুট, এলো সুযোগ সেবার।

রাতদিন এক করে
কেউ সেবিছে বুদ্ধি দিয়ে
কেউ দিয়েছে উজার করে
নিজের জীবন; নয়ত আর কি !
একটু এদিক সেদিক হলেই
মরণ-ব্যাধি ছাড়বে নাকি ?

বুভুক্ষুরা ধায়
চাকরী বাঁচায়; অপেক্ষাতে
কুটীর বন্দী কয়েকটি কায়।
কতক আছে মজুর শ্রেণি
দিন চলে ঈষৎ ত্রানে ?
ত্রানের আশায় প্রহর গুণি !

এমনি করে ক্ষণ্
চলছে ধরায়- আতঙ্কেযে
কোটি কোটি উদ্ধিগ্ন প্রাণ।
পাঠায়েছেন যিনি ভূমে
স্মরণ কর তিনিই মহান
সূখে-দুখে, নিদাঘ-হিমে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি