Loading..

খবর-দার

১২ মে, ২০২০ ০২:৩৯ অপরাহ্ণ

এটুয়াই অভিজিৎস্যারের সাথে জুম মিটিং শুরু হয় রাত ৯টায় নওগাঁ ও জয়পুর হাটের সাথে ।

গুনগত শিক্ষার মান নিশ্চিত করতে দেশের এই করোনা ভাইরাসের লক ডাউন পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে পড়াশুনায় পিছিয়ে না যায় সেজন্য এটুয়াই এর পরামর্শে প্রত্যেক বিভাগীয় অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়। এমনকি কিশোর বাতায়নে ও প্রতিদিন লাইভে ক্লাস হচ্ছে। যাতে করে প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই পড়াশুনা চালিয়ে যেতে পারে।এজন্য  এম্বাসেডর ও অন্যান্য শিক্ষক ও প্রায় এই লাইভ ক্লাসে অংশগ্রহন করছেন।এতে করে গুনগত শিক্ষার মান ত্বরানিত্ব হবে।এই মহতি উদ্যগের জন্য এটুয়াই সহ প্রত্যেক অংশহন কারী শিক্ষকদের প্রতি সন্মান আর কৃতজ্ঞতা জানায়।এসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস গুলো ভাল দেখে বাড়ির কাজ গুলা করে রাখবে।যাতে বিদ্যালয় খোলার পর বিষয় শিক্ষক এগুলা দেখে নাম্বার বন্টন করতে পারে। তাই এই লাইভ ক্লাস গুলা সবার টাইম লাইনে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করতে বলা হয়।এই লাইভ ক্লাস গুলা নিয়েই বিভিন্ন আলোচনা হয় সরাসরি জুম মিটিং করেন এটুয়াই এর অভিজিৎ স্যার সহ নওগাঁ ও জয়পুর হাটের এম্বাসেডরগণ।ধন্যবাদ।