Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ মে, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

বিপণিবিতানে সবই আছে, নেই শুধু ক্রেতা

বিপণিবিতানে সবই আছে, নেই শুধু ক্রেতা

টিকাটুলির মোড়ে মহানগর সুপার মার্কেটের সামনের ফটক আজ মঙ্গলবার খুলেছে প্রায় পৌনে দুই মাস পর। ফটকের সামনে বেশ বড় আকারে টিনের ট্রের মধ্যে জীবাণুনাশক পানিতে ভিজিয়ে রাখা হয়েছে লাল রঙের পাপোশ। এই লালগালিচা সংবর্ধনা ক্রেতাদের জন্য। পাপোশে জুতো মুছে ভেতরে প্রবেশ করলেই দেখা পাওয়া যাবে স্প্রে মেশিন নিয়ে অপেক্ষমাণ নিরাপত্তাকর্মীর। তিনি বিনয়ের সঙ্গে অভ্যাগতদের বলছেন একটু অপেক্ষা করতে। সারা গায়ে জীবাণুনাশক স্প্রে করে দেবেন। ক্রেতারা আপত্তি না করলে স্প্রে করে দিচ্ছেন।

ঢাকার দক্ষিণ প্রান্তের একটি বিশাল বিপণিবিতান এই মহানগর সুপার মার্কেট। মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিশনার মঈনুল হক বর্তমানে জেলে অবস্থান করছেন অস্ত্র এবং অন্যান্য মামলায়। তাঁকে গ্রেপ্তার করায় কমিটি ভেঙে গেছে। আজ দুপুরে মার্কেটের কার্যালয়ে গিয়ে পাওয়া গেল অফিস সহকারী ইউনুস গাজীকে। তিনি জানালেন, ১৯৯৫ সালে নির্মাণ শেষ হয়। এর পরপরই বিপণিবিতানটি চালু হয়েছে। এখানে দোকানের হোল্ডিং নম্বর আছে ১ হাজার ৭৮৩টি। গত ২৪ মার্চ থেকে করোনার সংক্রমণের কারণে বন্ধ ছিল। জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে আজ থেকেই মার্কেট খোলা হয়েছে।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি