Loading..

খবর-দার

১৬ মে, ২০২০ ১২:০৬ পূর্বাহ্ণ

করোনা সঙ্কটে লাইভ ক্লাস নিতে বাঁশ ও বোতল দিয়ে ট্রাইপড স্টেন্ড তৈরি

এই সঙ্কটময় সময়ে সকল মার্কেট বন্ধ থাকায় ট্রাইপড স্টেন্ড খুঁজে না পেয়ে বাঁশ ও বোতল ব্যবহার করে ট্রাইপড স্টেন্ড তৈরি।শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বন্ধ না হয় তার জন্য বাংলাদেশ সরকার,শিক্ষা মন্ত্রণালয় ও এটুআইয়ের যৌথ উদ্যোগে সংসদ বাংলাদেশ টেলিভিশনে,কিশোর বাতায়নে এবং জেলা এবং বিভাগীয় অনলাইন স্কুলের মাধ্যমে ক্লাস চলমান রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখা চলমান রাখতে  এভাবেই বিভিন্ন অনলাইন স্কুলে রেকর্ডিং/লাইভ ক্লাস চলছে আমার।সম্মানিত শিক্ষকগন এভাবে স্টেন্ড তৈরি করে রেকর্ডিং/লাইভ ক্লাস নিতে পারেন।