Loading..

খবর-দার

১৯ মে, ২০২০ ০২:০১ পূর্বাহ্ণ

ঘুর্নিঝড় " আম্ফান"

                                                                       ঘুর্নিঝড় " আম্ফান "

করোনার মত বিশ্বমহামারীর সাথে যুদ্ধ শেষ হতে না হতেই আরেকটি দুর্যোগ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ইতিমদ্ধে লকডাউনে পড়ে দেশের মানুষের বেহাল অবস্থা। দৈনন্দিন জীবন প্রনালী বদলে দিয়েছে মানুষের এই ভাইরাস। সামনের দিনগুলো কিভাবে কাটাবে এই নিয়েই চিন্তায় সারা হয়ে যাচ্ছে দেশের মানুষ। এমন অবস্থায় আবহাওয়া অফিস জানালো ভয়াবহ, আরেক দুর্যোগ আম্ফানের কথা। অনুমান করা হচ্ছে বংগোপসাগরে অবস্থানরত শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ঘুর্নিঝড় আম্ফান যা ইতিমধ্যে সুপার সাইক্লোনে রূপ নিয়েছে, আগামী ২০ মে ২০২০ খ্রীঃ তারিখ বাংলাদেশের  উপর আছড়ে পড়তে পারে যার গতিবেগ ঘন্টায় ২২৫ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর দেশের নদীবন্দর গুলোকে ৭ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। উপকূলীয় এলাকা থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

এই ভয়াবহ দূর্যোগে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-তিনি যেন আমাদের রক্ষা করেন, এ বিপদ মোকাবেলা করার শক্তি দেন।