Loading..

প্রকাশনা

১৯ মে, ২০২০ ১১:০২ পূর্বাহ্ণ

বাংলা বানান ।

এসো আজ আরও কিছু বানান দেখে নিই।

# ব্যাবহারব্যবহার বানানে ব এর পরে য ফলার পর আকার হয় না।
# ব্যাথা – ব্যথা  বানানে ব এর পরে  য ফলার পর আকার হয় না।

# ব্যাকরন-  ব্যাকরণ বানানে ‘ন’ না হয়ে ‘ণ’ হয়।

# মানষিক – মানসিক বানানে ‘ন’ এবং ‘ স’ হয়।

#  সুত্র – সূত্র বানানে স এর পরে ঊ কার হয়।
# ব্যাক্তিব্যক্তি বানানেও ব য ফলার পরে আ কার হয় না।
# পুর্ন পূর্ণ বানানে প এর পরে ঊ কার এবং রেফ এর পরে ণ’ হয়।

# ভূল – ভুল বানানে ভ এর পরে উ কার হয়।

#  যন্ত্রনা-- যন্ত্রণা বানানে ন+ত+র ফলা +মুধর্ণ   হবে।
# অত্যান্ত – অত্যন্ত বানানে ত য ফলার পরে আ কার হয় না।

#  যথেষ্ঠ/ যতেষ্ট – যথেষ্ট বানানে থ এ কার এর পর ষ যুক্ত ট হয়।

#  প্রজান্মপ্রজন্ম বানানে জ এর পর আ কার হয় না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি