Loading..

খবর-দার

২০ মে, ২০২০ ০৯:৩২ অপরাহ্ণ

Online School এ ক্লাস নেওয়া

করোনা ভাইরাসের ভয়াল থাবায় পৃথিবী আজ বিপর্যস্ত। আমাদের প্রিয় মাতৃভূমি ও এর ব্যতিক্রম নয়।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সেই ১৭ ই মার্চ থেকে।শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার "ঘরে বসে শিখি" কার্যক্রমের আওতায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে।সাথে যোগ দিয়েছে কিছু নিবেদিত প্রাণ শিক্ষক,যারা ব্যক্তিগত উদ্যেগে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন স্কুল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।শিক্ষক হিসেবে আমাদের সবার উচিত অনলাইন স্কুল কার্যক্রমকে গতিশীল করতে সহযোগীতা করা। এক্ষেত্রে কেউ ক্লাস পরিচালনা করে,কেউ সুচিন্তিত মতামত দিয়ে সহযোগিতা করতে পারেন। যারা এ দুটোর কোনটাই দিতে পারবেন না তারা সহযোগীতা করতে পারেন ভিউ,লাইক আর শেয়ার করে। তাহলে অনলাইন ক্লাস গুলো বেশী সংখ্যক অভিভাবক ,শিক্ষার্থীর কাছে পোছবে । বির্তক থাকতে পারে অনলাইন ক্লাসের সফলতা নিয়ে তবে একথা অসবীকার করা যাবেনা যে মন্দের ভালো হিসেবে অনলাইন ক্লাস বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশী কার্যকারী শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে।এ উপলব্ধি থেকে Rajshahi Divisional Online School এর আয়োজকদের কাছ থেকে ক্লাস নেওয়ার প্রস্তাব আসলে আমি সানন্দে রাজী হয়ে যায়।এখন পর্যন্ত বেশ কয়েক টি ক্লাস নিয়েছি,উপকরনের নানা সীমাবদ্ধতা থাকা সতবেও।আপনাদের প্রতি অনুরোধ সুযোগ থাকলে অনলাইনে ক্লাস নিন,ক্লাস দেখুন আর গঠনমুলক মতামত দিন।