Loading..

ভিডিও ক্লাস

২৪ মে, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

জাবেদা (১ম অংশ)। বিষয়ঃ হিসাববিজ্ঞান, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি

পাঠ পরিচিতি ৬ষ্ঠ অধ্যায়:- জাবেদা (১ম অংশ, পৃষ্ঠা নং: ৫৯-৬৬)। বিষয়ঃ হিসাববিজ্ঞান, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি অধ্যায়:৬ষ্ঠ, পৃষ্ঠা নং: ৫৯-৬৬ VID 20200522 164501 এই পাঠ শেষে শিক্ষার্থীরা... জাবেদা কী , তা বলতে পারবে জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে । জাবেদার শ্রেণি বিভাগ করতে পারবে। জাবেদা দাখিল করতে পারবে। জাবেদা (JOURNAL) কোন লেনদেন সংগঠিত হওয়ার পর তাসমান অংকের ডেবিট ও ক্রেডিট এ বিশ্লেষন করে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহকারে প্রাথমিক ভাবে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা ইংরেজি Journal. ফরাসি শব্দ Jour থেকে উৎপত্তি, যার অর্থ দিন বা দিবস। জাবেদায় লেনদেন প্রতিদিন বা সংঘঠিত হওয়ার সাথে সাথে লেখা হয় । তাই একে দৈনিক বই বলা হয় । আবার লেনদেন সর্বপ্রথম লিখা হয় বলে একে প্রাথমিক বইও বলা হয় । জাবেদাকে বলা হয় বা ডাকা হয়, ১। হিসাবের প্রাথমিক বই ২। হিসাবের দৈনিক বই ৩। মৌলিক হিসাবের বই ৪। কালীন হিসাবের বই ৫। হিসাবের সহকারী বই জাবেদার গুরুত্ব 1.লেনদেন লিপিবব্ধ করণ 2.লেনদেনের মোট সংখ্যা ও পরিমান জানা 3.দ্বৈত স্বত্তার প্রয়োগ নিশ্চিত 4. লেনদেনের ব্যাখ্যা 5.ভুল ত্রুটি হ্রাস 6.পাকা বহির সহায়ক ** জাবেদার শ্রেণি বিভাগ- *সাধারণ জাবেদা 1. বিশেষ জাবেদা ১. ক্রয় জাবেদা ২. বিক্রয় জাবেদা ৩. ক্রয় ফেরত জাবেদা ৪. বিক্রয় ফেরত জাবেদা ৫. নগদ প্রাপ্তি জাবেদা ৬. নগদ প্রদান জাবেদা 2.প্রকৃত জাবেদা ১. সংশোধনী জাবেদা ২. সমন্বয় জাবেদা ৩. সমাপনী জাবেদা ৪. প্রারম্ভিক জাবেদা ৫. অন্যান্য জাবেদা **সাধারণ জাবেদার নমুনা ছক ১. তারিখ, ২. বিবরণ/হিসাবের নাম ও ব্যাখ্যা, ৩. খঃ পৃঃ, ৪.ডেবিট টাকা, ৫.ক্রেডিট টাকা ** একক কাজঃ- ১. সাধারণ জাবেদার ছকটি দেখাও। ২. ছকের সাহায্যে জাবেদার শ্রেণি বিভাগ দেখাও। **এক নজরে হিসাবের প্রকারভেদ,ডেবিট-ক্রেডিট মনে রাখার উপায়- *সম্পদ, ব্যয়---ডেবিট, বাড়লে-ডেবিট, কমলে (বিপরীত)-ক্রেডিট *আয়, দায়, মালিকের----ক্রেডিট, বাড়লে-ক্রেডিট, কমলে (বিপরীত)-ডেবিট যে জিনিস যা , তা বাড়লে তাই হয়। কিন্তু কমে গেলে বিপরীত হয়। খরচ, ক্ষতি, সম্পত্তি বাড়লে-ডেবিট **জোড়ায় কাজ|- নিম্নের লেনদেনগুলো সাধারণ জাবেদার নমুনা ছকে জাবেদাগুলো লেখ। ২০,০০০ টাকা মূলধন আনায়ন। ১২,০০০০ টাকায় আসবাবপত্র ক্রয়। ১৫,০০০ টাকার পণ্য ক্রয়। **মূল্যায়নঃ-- জাবেদাকে বলা হয় হিসাবের- ক)প্রাথমিক বই খ) স্থায়ী বই গ) পাকা বই ঘ)চিরস্থায়ী বই ২) ক্রয় জাবেদায় ‍লিপিবদ্ধ করা হয় কোনটি ? ক) সকল পণ্য ক্রয় খ) সকল নগদ পণ্য ক্রয় গ) শুধু সম্পদ ক্রয় ঘ) শুধু বাকিতে পণ্য ক্রয় **মূল্যায়নঃ-- ১.জাবেদা কী ? ২. লেনদেনের পক্ষ কয়টি ? ৩. ডেবিট ও ক্রেডিট বলতে কী বুঝ ? ৪. সাধারণ জাবেদার কয়টি ঘর ? **বাড়ির কাজঃ-- মি. মুন মে ২০২০ এ নিম্নলিখিত লেনদেনগুলি সংঘটিত হয়েছিল: মে-১ নগদ ২০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ১৫,০০০ টাকা এবং মোটরগাড়ি ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।  ,,-২    বিজ্ঞাপন খরচ প্রদত্ত হলো ৫,০০০ টাকা।  ,,-৮    হিসাব নিরীক্ষা কাজের মাধ্যমে নগদ প্রাপ্তি ১২,০০০ টাকা।  ,,-১৫  পেশাগত বই ক্রয় করা হয়েছে ৫,০০০ টাকা।  ,,-১৮ কাজের ফি পাওয়া গেল ২৫,০০০ টাকা।  *করণীয়-  মি. মুন এর মে মাসের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। ধন্যবাদঃ-- সকলের সুস্বাস্থ্য কামনায়- আল্লাহ হাফেজ